সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের বাসায় রোটারিয়ান এম নাজমুল হাসান।
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার গর্ব! নেত্রকোনা জেলার কৃতি সন্তান
১৫৯-নেএকোণা-৩ (কেন্দুয়া - আটপাড়া) আসনের মা মাটি লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, গনমানুষের সেবক
বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি), বিশিষ্ট শিল্প উদ্যোক্তা (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান আজ জুম্মা পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গুলশানের নিজ বাসায় সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা হয় সৈরাচার আওয়ামী দুঃশাসনের হিংসাত্বক রাজনীতির শিকার হয়ে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ছিলেন আওয়ামী প্রশাসন।
তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারিক প্রক্রিয়ার পুনর্বিবেচনায় সবকটি মামলায় খালাস পান তিনি। ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই দলীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন আমার ভাই ১৭ বছরের বেশি জেলে কারাবাসে ছিলেন, আওয়ামী লীগের শাসনামলে আমার ভাইকে বেআইনি ভাবে জেলে রেখেছেন, ভাটি বাংলার তথা দেশের সাধারণ মানুষ এত ভালবাসেন না দেখলে বিশ্বাস হতো না।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন নেত্রকোনা বিএনপি অনেকটা দূর্বল ছিলাম বাবর ভাই মুক্তি হওয়ায় আমরা খুব আনন্দিত, এখন বাবর ভাইকে সঙ্গে নিয়ে রাজনীতির মাঠে কাজ করতে ভালো লাগবে।
তাছাড়া ভাটি বাংলার প্রান পুরুষ চারদলীয় ঐক্য জোটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্রীয় জেলখানায় খুঁজখবর নিতেন ও পরিবারের খুঁজখবর নিতেন এবং নেত্রকোনা জেলায় যত মিথ্যা মামলা দিয়েছিল আওয়ামী দুঃশাসন আমলে তার সব ক'টি মামলা নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে বিএনপি'র পরিবারের সবাইকে আগাম জামিন করেছিলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
ঢাকায় জামিন নিয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে যে লোকটি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আন্দলোন করেছিলো সেই নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান।
আওয়ামীলীগের আমলে এত দুঃসময় থাকার পরেও যে লোকটি পাড়া গায়ে থেকে দলের হাল ধরে নেএকোণা জেলা কেন্দুয়া-আটপাড়া উপজেলা সহ ঢাকায় রাজপথ সংগ্রাম করে সফলতা অর্জন করেছেন তার নাম রোটারিয়ান এম নাজমুল হাসান।
কেন্দুয়া - আটপাড়া উনার এলাকার যে নেতাই কারাগারে গিয়েছিলেন সেই নেতার পরিবার থেকে শুরু করে কারাগার পর্যন্ত সকল দায়িত্ব নিজের হাতে নিয়ে ছিলেন তিনি!পাশাপাশি দল-মত নির্বিশেষে সকল জনগণের সহযোগিতায় সবসময় ছিলেন! আছেন! এবং ভবিষ্যতেও থাকবেন তিনি। সামাজিক উন্নয়নের তিনি সর্বদাই নিজেকে নিয়জিত রেখেছেন এখন পর্যন্ত! প্রতি বর্ষায় বন্যার্তদের থেকে শুরু করে শীতার্ত পর্যন্ত রোটারিয়ান এম নাজমুল হাসান ছিলেন এবং জনগণের সাথে আছেন জনতার হৃদয়ে! দলের দুঃসময়ে উনি নিজে থেকে শুরু করে উনার নেতাকর্মীদের রাজপথে ভূমিকা ছিলো সরব!
إرسال تعليق