সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


 

 

 প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবিতে
ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

, দিনাজপুর থেকে



দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ বিভাগ নেসকো কর্তৃক প্রিপেইড মিটার গ্রাহককে না জানিয়ে গোপনে গ্রহক পর্যয়ে স্থাপনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

(১৪ জানুয়ারি) মঙ্গঁলবার সকাল ১১ টায় পৌর শহরের নিমতলা মোড়ে ফুলবাড়ীর সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মোঃ হামিদুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈদয় সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলে সাধারন সম্পাদক ও ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ মানিক মন্ডল, সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল জব্বার মাসুদ, পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবুল বাশার, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ মন্তাজ আলী চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোতালেব হোসেন পাপ্পু, সাংবাদিক তাজমিলুর রহমান নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভ‚ক্তভোগী গ্রাহকবৃন্দ।
 
বক্তারা অভিযোগ করে বলেন, জনভোগান্তির এই প্রিপেইড মিটার লাগানোর ফলে নানাবিধ ভোগান্তির কথা জনসম্মুখে প্রতীয়মান হচ্ছে। প্রিপেইড মিটারের প্রযুক্তিগত সমস্যাগুলো ও জনগণের যে ভোগান্তি হচ্ছে তার সমাধান কিভাবে করা হবে তা বিদ্যুৎ অফিস সাধারণ জনগণকে অবহতি না করেই বিভিন্ন পলিসি ও কুট কৌশল করে জোরপূর্বক প্রিপেইড মিটার লাগাতে গ্রাহকদেরকে বাধ্য করছে। শোষণের যাঁতাকল প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে সারাদেশে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলমান রয়েছে। সারাদেশের ন্যায় আমরাও ফুলবাড়ীতে সাধারণ মানুষের পকেট কাটার মেশিন প্রিপেইড মিটার চাইনা। উল্লেখ্য যে, এই জনভোগান্তির প্রিপেইড মিটার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিষ্ট হাসিনা সরকার সাধারণ জনগণের পকেট কাটার স্মার্ট মেশিন হিসেবে বাণিজ্যিকি করণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করেছিলো। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূৎত্থানের পরে বৈষ্যম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হচ্ছে এই প্রিপেইড মিটার। তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে শোষণের যাঁতাকল ও জনভোগান্তির প্রিপেইড মিটার ফুলবাড়ীসহ সারাদেশে লাগানো বন্ধসহ সংযোগকৃত প্রিপেইড মিটার অতিসত্ত¡র প্রত্যাহারের জন্য আমরা জোর দাবী জানানো হচ্ছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমালকে এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Post a Comment

أحدث أقدم