সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




তাহেরপুর পৌরসভা'য় হোল্ডিং কর  আদায়ের উদ্বোধন-



স্টাফ রিপোর্টার-


রাজশাহীর-বাগমারার তাহেরপুর  পৌরসভার হোল্ডিং কর  ব্যাংকিং এর মাধ্যমে আদায়ের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকাল  সাড়ে ১১ টার দিকে তাহেরপুর পৌর হলরুমে আনুষ্ঠানিক  ভাবে হোল্ডিং কর আদায়ের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া  আক্তার। হোল্ডিং কর আদায় উপলক্ষে  তাহেরপুর পৌর সভার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা  হয়। তাহেরপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধান অথিতির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক  আফিয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ  হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর বিএনপি’র  সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর জামায়াতের  আমির প্রভাষক মাওঃ শহিদুজ্জামান মীর, তাহেরপুর  জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সেলিম আহম্মেদ, তাহেরপুর ডিগ্রী কলেজের  প্রভাষক আব্দুর রশীদ, তাহেরপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ  আকরাম আলী, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, বাগমারা প্রেস  ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, তাহেরপুর পৌর  নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান, সহকারী প্রকৌশলী হাসান আলী, কর নির্ধারক কামরুল হাসান, সহকারী কর নির্ধারক জাহিদ আকরাম, কর আদায়কারী আশিশ কুমার  প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠাানের প্রধান, তাহেরপুর এলাকার ব্যবসায়ী ও মান্যগন্য ব্যক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم