নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ফরহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা জানুয়ারি শনিবার বিকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয় (দ্বীপগঞ্জ) মাঠে এ কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের নেত্রবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, হাসিনা পালিয়ে গেছে। আমি প্রধান উপদেষ্টা কে বলতে চাই আপনি নির্বাচন দিন। শহীদ জিয়ার সৈনিকেরা জানে কীভাবে মাঠে আন্দোলন করতে হয়। তিনি আরো বলেন , বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ভ্যাট মওকুফ করা হবে। সেই সাথে কৃষক যেন তাদের উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বাজারে বিক্রয় করতে পারেন তা নিশ্চিত করা ।
إرسال تعليق