জাতীয় ভাবে হিফজুল কোরআন প্রতিযোগিতায় চান্স পেল হবিগঞ্জের মাদরাসাতু দারিল আমান মাদরাসার ছাত্ররা।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
মো: মুজিবুর রহমান
কানযুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় মাদরাসাতু দারিল আমান হবিগঞ্জ-এর নয় জন ছাত্র অংশগ্রহণ করে পাঁচ জনই বিজয়ী হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসের প্রথম তারিখে মাদরাসাতু দারিল আমান প্রতিষ্ঠিত করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের ছাত্র,সৈয়দ বশীর আহমেদ, সৈয়দ রশীদ আহমেদ, মো: রবিউল ইসলাম, মো: জুনাইদ আহমেদ, মো: সিয়াম আহমেদ এই পাঁচজন হবিগঞ্জ জেলা অডিশনে উত্তীর্ণ হয়ে জাতীয়ভাবে চান্স পেয়েছে। জেলা পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মাদরাসাতু দারিল আমান-এর প্রিন্সিপাল ক্বারী হাফেজ ক্বারী জামাল হোসাইন ফয়সাল সাহেব জানান, আমার প্রিয় ছাত্ররা এমন সাফল্যে আমি আনন্দিত, আল্লাহ তা’য়ালা তাদের দ্বীনের জন্য কবুল করুন।
তারা যেন ভাল একজন হাফেজ হওয়ার পাশাপাশি বড় একজন আলেম হয়। তাদের জন্য দু’আ রইল।
তিনি আরও বলেন, ছাত্রদেরকে যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে আমি সহ মাদরাসার শিক্ষকবৃন্দ মেহনত করে যাচ্ছেন। যার জলন্ত প্রমাণ আমাদের বিজয়ীকৃত এই ছাত্ররা।
إرسال تعليق