সন্ধানে বাংলাদেশ সংবাদ

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালুমহলে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা


মো. মোরসালিন ইসলাম

দিনাজপুর প্রতিনিধি 



দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১ লাখ টাকা জরিমানা আরোপ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।


মঙ্গলবার (১৪ জানুয়ারি ) বিকালে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করেন দুইজন ট্রাক মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন। 


এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমুনা নদীর বিভিন্ন ঘাটে বালুমহাল ও মাটি ব্যবস্থানপনা আইন ২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন করার সময় দুই ট্রাক মালিককে ৫০ হাজার টাকা করে দুই মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন ।

নিরানকুড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. হায়দার আলী (৪০), কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটের মৃত কায়ছার আলীর ছেলে রোস্তম আলী (৩৮)।


ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

أحدث أقدم