সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


 

 

 দুর্গাপুরের কিসমত গনকৈড় ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক দুর্গাপুর   (রাজশাহী) :

 রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েই চলছে  দিনকে দিন, ঠিক তখনি    শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালেন রাজশাহীর দুর্গাপুরের ইপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

০৬-০৩-২০২৫ সোমবার দুপুরে  দুর্গাপুর উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদে ২০০ টি  শীতবস্ত্র (কম্বল)  বিভিন্ন ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার  আসাদুজ্জামান,  উপজেলা সমন্বয়ক ( গ্রাম আদালত) লায়লা খাতুন, উপসহকারী কৃষি  বিমল কুমার সরকার, কিসমত গনকৈড় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান,  ইয়াছিন আলী, ইউ পি সচিব, সাইদুর ইসলাম সহ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যগন।
শীতবস্ত্র বিতরণকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায়  একযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলছে। আমরা চাই কোন অসহায় মানুষ যেন শীতে কষ্ট না পায়। পাশাপাশি সমাজের ধন্নাট্য ব্যক্তিদের  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।
শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়।

Post a Comment

أحدث أقدم