তাহেরপুর অডিটরিয়াম অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার,ও প্রশাসকের কাছে হস্তান্তর
স্টাফ রিপোর্টার-
রাজশাহীর-বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার অডিটরিয়াম হলরুমটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে পৌর প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট মাহবুবুল ইসলাম। তবে স্থানীয়দের দাবী অডিটরিয়াম হলরুমটি সুরক্ষিত রাখার জন্যই সেখানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল।
স্থানীয়দরে দাবী ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শায়লা পারভিন পালিয়ে যায়। তার পর থেকেই তাহেরপুর অডিটরিয়াম হলরুমে মাদকসেবীসহ অসামাজিক কর্মকান্ড শুরু হয়। এমন কর্মকান্ডের কারনেই স্থানীয় বিএনপি’র নামধারী কিছু স্বার্থবাদী মহল ঘরটি দখল করে তালা ঝুলিয়ে দেয়। তখন থেকেই পৌরসভার অডিটরিয়াম হলরুমটি বেদখল হয়ে যায়।
৫ আগষ্টের পর অর্ন্তরবর্তি সরকার পৌরসভার মেয়রদের হটিয়ে প্রশাসক নিয়োগ দেন। তাহেরপুর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। তিনি জানতে পারেন যে, তাহেরপুর পৌরসভার নামে সম্পত্তি গুলো এলাকার লোকজন ভাগবাটোয়ারার মাধ্যমে ভোগদখলে নিয়ে।
এমন খবরের ভিত্তিতে সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে তিনি সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভায় যান। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পারেন তাহেরপুর পৌরসভার অডিটরিয়াম হলরুমসহ অন্যান্য জমি গুলো প্রভাবশালীদের দখলে চলে যায়। তখন তিনি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অডিটরিয়াম হলরুমটির তালা ভেঙ্গে উদ্ধার করে নতুন তালা ঝুলিয়ে দেন। পরে তিনি তাহেরপুর পৌরসভার কর্মকর্তাদের হাতে অডিটরিয়াম হলরুমে চাবী বুঝিয়ে দেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, তাহেরপুর পৌরসভার অডিটরিয়াম হলরুমটিতে কে বা কাহারা তালা ঝুলিয়ে ছিল। বিষয়টি জানতে পারার পর আমি সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে যায়। সেখানে তালা ঝুলা দেখে সেটা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে পৌরসভার কর্মকর্তাদের হাতে চাবী বুঝিয়ে দিয়েছি। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের জমিজমা নিয়ে ঝামেলা হচ্ছিল। সেটার দেখার জন্য গিয়েছিলেন বলে তিনি জানান।
إرسال تعليق