ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
বুধবার (১ জানুয়ারি-২০২৫) বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলালের রাজনৈতিক কার্যালয়ে সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের একাংশ।
দিবসটি উপলক্ষে কেন্দুয়া পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির।বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।
প্রধান বক্তা ছিলেন- নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হক ফারুক।
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফিন আহমেদ ভূঞা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হুদা বাচ্চু, মোস্তাফিজুর রহমান খুকুমণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ হোসেন ভূঞা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি পায়েল হোসেন ভূঞা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল প্রমূখ।
إرسال تعليق