সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত


মোঃ শিহাব উদ্দিন টোকন 

নাটোর জেলা প্রতিনিধি 

 


নাটোরে লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। সে লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সদস্য ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপ্পী (৫৫) নাটোর থেকে মোটরসাইকেল যোগে গৌরীপুরে নিজ বাড়িতে ফেরার পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্বপ্নীল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

Post a Comment

أحدث أقدم