দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বিভিন্ন সময়ে
জব্দকৃত ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার
মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, দিনাজপুর, লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি, অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), বিজিবি'র উর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. গিয়াস উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতা
মো. নজির উল্লাহ, পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অফিসার ইনর্চাজ এ কে এম খন্দকার মহিব্বুলসহ প্রমুখ।
বিজিবি সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি) গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল , এমকোডিল, বিদেশী ও দেশী মদ, হেরোইন, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট যৌন উত্তেজনা সিরাপ সহমত তৈরীর বিভিন্ন উপকরণ রয়েছে। মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়।
إرسال تعليق