*উত্তরায় পথচারী দম্পতিকে এলোপাতাড়ি কোপানোর চাঞ্চল্যকর ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ*
নিউজ ডেস্ক,
রাজধানীর উত্তরা এলাকায় মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর চাঞ্চল্যকর ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রবি রায় (২২) ও মোঃ মোবারক হোসেন (২৫)।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরের ০৯ নং রোডের বাসা নং-১০ এর সামনে থেকে জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯.১৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা পুলিশ সংবাদ পায় উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরের ০৯ নং রোডের বাসা নং-১০ এর সামনে অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় অন্য আসামিরা পালিয়ে যায়। পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উক্ত দম্পতি ১৭ ফেব্রুযারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফেরার সময় উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরের ০৯ নং রোডের বাসা নং-১০ এর সামনে পৌঁছে। এসময় উক্ত স্থানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দিলে উক্ত রিকশার যাত্রীর সাথে মোটরসাইকেল চালক গ্রেফতারকৃত আসামি মোঃ মোবারক হোসেনের বাকবিতন্ডা শুরু হয়। ঐ সময় রিকশার পিছনে থাকা উক্ত দম্পতি তাদের ঝামেলা করতে নিষেধ করলে একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের মারপিট করতে থাকে এবং ঘটনাস্থলে উপস্থিত সজিব মোবাইলে ফোন করে তার সহযোগিদের ঘটনাস্থলে আসতে বলে। আনুমানিক ১০ মিনিট পর ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে ধারালো অস্ত্র দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। ঘটনার বিষয়ে সংবাদ প্রাপ্ত হয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত দুই আসামিকে জনগণের সহায়তায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
إرسال تعليق