আজ তরুন সাংবাদিক মোঃ মিঠু আহম্মেদ এর প্রথম পুত্র মোঃ তাসনীম আহমেদ ( আমিন) এর চতুর্থ তম জন্মদিন।
মোঃ মিঠু আহম্মেদ
স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলার পুঠিয়া থানার গোপালপাড়া গ্রামের মরহুম মোঃ নুর ইসলাম সরদার এর ছেলে, এবং নলডাঙ্গা সময় অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার, দিগন্তর বাংলাদেশ বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশ সেবা পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি, নওগাঁর মানচিত্র বিশেষ প্রতিনিধি, সন্ধানে বাংলাদেশ সংবাদ অনলাইন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মোঃ মিঠু আহম্মেদ ও মোছাঃ আকলিমা আক্তার ( আঁখি ) দম্পতির প্রথম ছেলে মোঃ তাসনীম আহমেদ ( আমিন ) এর চতুর্থ তম শুভ জন্মদিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে মিঠু ও আঁখি দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মোঃ তাসনীম আহমেদ ( আমিন ) । তাসনীমের এর শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ সুধীজন।
তাসনীমের এর শুভ জন্মদিনে সকলের নিকট দোয়া কামনা করেছে, তার বাবা ও মা, দাদী, নানা-নানী, চাচা-চাচী, মামা-মামী ও তাসনীমের এর চাচাতো ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
إرسال تعليق