সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত


মোঃ ফরহাদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ 


রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। এর ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলার শিবপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন।  শহীদ মিনারে একে একে ফুল ও ফুলের তোড়া দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে  শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হকসহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, জেরিন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাসান সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,  শিক্ষার্থী বৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। 


এরপর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে সেখানকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও ভাষা শহীদদের প্রতি বিশেষ দোয়া করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Post a Comment

أحدث أقدم