কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মো:মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎসলীগের সক্রিয় সদস্য মোঃ বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ওরফে সাদ্দাম হোসেন (৩০), উলিপুর গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রহিমুল ইসলাম (ফুলু) (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লিটন, (৪৫), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অবির উদ্দিন (৫০), ৩ নং তিলাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও তিলাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৮) ও কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন (৩১) সহ মোট ৭, জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান সরকার আদিষ্ট পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।
إرسال تعليق