দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মো.রিফাত আলী
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা একটি প্রাতিষ্ঠানিক উৎসব। এ উৎসব পালনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশে পুরো প্রতিষ্ঠান যেন প্রাণবন্ত হয়ে উঠে । ঠিক তেমনি ভাবে মঙ্গলবার দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি মো. শামছুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. হামিদুল হক ।
অনুষ্ঠানের শুভারম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয় । অতঃপর কুচকাওয়াজ শেষে ক্রিড়া প্রতিযোগিতার অংশ হিসাবে দৌড় প্রতিযোগিতা, অংক দৌড়, চেয়ার খেলা, বিস্কুট দৌড় খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা । মধ্যাহৃ ভোজের পর প্রতিযোগীতায় অংশগ্রহণকারী জয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুমী আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সবসময় সত্য কথা বলতে হবে। এবং মনোযোগ দিয়ে পড়াশুনা করার জন্যও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মো. জাবেদ আলী, মো. আতিকুজ্জামান গাজী, নিয়াজ মোর্শেদ রনি, মো. আব্দুর রকিব, মাওলানা রুকন উদ্দিন, মো. ইসমাইল হোসেন, আব্দুল মাতেন, মো. রাইসুল কবির, মাওলানা শরিফ আহমেদ, আবুল কাশেম, সালমা খাতুন, নাজমুন নাহার, রাবেয়া আক্তার, সানজিদা আক্তার সেতু, লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী , ল্যাব সহকারী মো. আসাদুল প্রমুখ।
إرسال تعليق