সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের: আমির খসরু মাহমুদ চৌধুরী


মাইনুল ইসলাম

প্রতিনিধি, কুড়িগ্রাম: ১৮.০২.২০২৫ খ্রি.


‘জাগো বাহে, তিস্তা বাচাই’ শ্লোগানে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই বাংলাদেশ একা কোন দলের নয়, কোন গোষ্টির নয়। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ। আগামি দিনের বাংলাদেশ হবে এদেশের নদি পাড়ের মানুষ ও বাংলাদেশের সকল জনগণের বাংলাদেশ।’

আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তাপাড় থেতরাই পাকার মাথার জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের কমিটির উলিপুর উপজেলা আহ্বায়ক ও সাবেক উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলি মিয়ার সভাপতিত্বে জনসভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের পাঁচটি জেলায় গতকাল সোমবার থেকে ৪৮ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসুচি শুরু হয়েছিল। আজ দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে জনসভায় প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ পানির অভাবে হাহাকার করছে। তিস্তা নদী থেকে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে প্রতি বছর ১৫ লক্ষ টন চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। এই তিস্তা অঞ্চলের মানুষের সাথে এখানের জলবায়ু, জীববৈচিত্র্য, পশু-পাখি পানির জন্য হাহাকার করছে। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আমাদের তিস্তা পাড়ের মানুষের প্রাণের দাবি। আমাদের অস্তিত্বের দাবি হয়ে দাঁড়িয়েছে।

জাগো বাহে তিস্তা বাচাই শ্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে দুই দিনব্যাপী এই অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার সকাল থেকে চিলমারী উপজেলা, উলিপুর উপজেলার মানুষ ও তিস্তাপাড়ের মানুষজন উপস্থিত হতে শুরু করে। দুইদিন ব্যাপী এই অবস্থান কর্মসুচিতে প্রায় ৫ হাজার নদীপাড়ের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم