সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জামালপুর সদরের মেষ্টায় মেলায় লটারির নামে চলছে জুয়া


জামালপুর প্রতিনিধি : 

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়ায় গ্রামীন উন্নয়ন ও সাংস্কৃতিক মেলার নামে লটারির বিক্রির নামে চলছে জুয়া।  বিভিন্ন গাড়ি দিয়ে মাইকিং করে এসব লটারি বিক্রি হচ্ছে জেলা জুড়ে। 

জানা যায়, গেল ৫ তারিখ মেষ্টার চান্দের হাওড়ায় উদ্ভোদন হয় এ মেলা। উদ্বোধনের দিন হতেই চলছে সার্কাস ও লটারি। প্রবেশ টিকেট লেখা থাকলেও তা বিক্রি হচ্ছে জামালপুর জেলা জুড়ে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানায়,  রাত ১১ টার পর হতে সার্কাসে চালানো হচ্ছে অশ্লীল নৃত্য। তবে প্রশাসনের জন্য বাহিরে থাকছে আলাদা লোক। প্রশাসনের কোন লোক যাওয়ার আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে।  

বুধবার দুপুরে গাজিপুর বাজার হতে বেলতৈল বাজার পর্যন্ত যেতেই সামনে পড়ে ৭ টি লটারির অটোরিকশা গাড়ি। প্রতিটি লটারি বিক্রি হচ্ছে ২০ টাকা করে।  

ও বিষয়ে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন, আমি এ বিষয় কোন কিছুই জানি না। 

এ বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ইফতেখার ইউনুস বলেন, স্যারের কাছে ইতিমধ্যে অভিযোগ এসেছে। শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হয়েছিলো। যদি এসব চলে তাহলে মেলা বন্ধ করে দেওয়া হবে।

Post a Comment

أحدث أقدم