জামালপুর ডিবি পুলিশের অভিযানে হেরোইন সহ আটক দুই জন ।
রিপোর্টার মোঃ রিফাত আলী জামালপুর প্রতিনিধি.
২ গ্রাম হেরোইন সহ মোঃ সাদ্দাম হোসেন(৩০) ও মোঃ ইদু মিয়া(৪০) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটায় জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান,জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ সোহাগ রানা এর নেতৃত্বে গত মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটে জেলার মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর আব্দুস সালামের ছেলে মো: ইদু মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ গ্রাম হেরোইন উদ্ধার ও ইদু মিয়া সহ ভাবকি বেপারী পাড়া গ্রামের মরহুম শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো: সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ । তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে এবং এবং তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
إرسال تعليق