উলিপুরে সমন্বয়কের বাড়ী ভাঙ্গচুর ও লুটপাট
মো: মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরেরে ফাহিম শিহাব স্বাদ নামের এক সমন্বয়কের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর বেলী ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
সমন্বয়কের পিতা ফজলুল হক বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহারে সমস্ত কিছু উল্লেখ করেন।
এবং বলেন আমার ছেলে ফাহিম শিহাব স্বাদ একজন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক।
অভিযোগ সূত্রে জানা যায়, গোড়াই পাঁচপীর এলাকার বাসিন্দা ফজলুল হকের সাথে পাশ্ববর্তী এলাকার হারুন মিয়ার পরিবারের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসার কারণে প্রায় সময় ফজলুল হকের পরিবারকে মারপিটের হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারী দুপুরের দিকে সাইদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অত্রে সজ্জিত হয়ে ফজলুল হকের বাড়ী ঘরে হামলা ও ভাঙ্গচুর চালায়। ভাঙ্গচুরে বাধা দেয়ায় ফজলুল হক ও তার স্ত্রী সাজেদা বেগম বাধা দিলে হাতে থাকা বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে মারপিট করে জখম করে এবং ফজলুল হককে হত্যার উদ্দেশ্যে হাত দিয়ে নাক মুখ চেপে রাখে। ফজলুল হক ও তার স্ত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সাইদুল ইসলাম বিছানায় তোষকের নিচে থাকা ৩ লক্ষ টাকা নিয়ে তার দলবল সহ চলে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
إرسال تعليق