সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
ঈদুল-উদ- ফিতল উপলক্ষে সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গণমানুষের সেবক ১৫৯- নেত্রকোনা -৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান এর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোজ রবিবার ৩০ মার্চ ২০২৫ ইং বেলা তিনটার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৮ নং বলাইশিমুল ইউনিয়নে গোপালপুর গ্রামের রোটারিয়ান এম নাজমুল হাসান এর বাড়িতে বেলা তিনটার দিকে দুইশত উপরে সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একেকটি প্যাকেটে এক কেজি তৈল,এক কেজি আতবের চাল, এক কেজি চিনি, দুই কেজির ওজনের একটি মোরগ, একটি সেমাইয়ের প্যাকেট,একটি দুধের প্যাকেট, ও এক কেজি পেঁয়াজ ছিল।
অসহায় ও হতদরিদ্র মানুষের সাথে কথা বলে জানতে চাইলে বলেন উনি খুব ভালো ও পরোপকারী মানুষ, উনি ছোট থেকে বড় হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের পাশে থাকেন। প্রতি বছর রোজার শুরু থেকে দান কেরাত করেন এবং আমাদের খোঁজখবর রাখেন, শুধু তাই নয় প্রতি ঈদে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। উনি গণমানুষের সেবক উনি মানবতার ফেরিওয়ালা শুধু যে রাজনৈতিক নেতা হিসেবে আমাদের পাশে থাকেন বললে ভুল হবে। উনার বাবা থেকে শুরু করে উনি আমাদের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। উনার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক এবং উনার প্রত্যেকটা স্বপ্নগুলো পূরণ হোক।
إرسال تعليق