সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত সাইফুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সাইফুল ইসলাম মৃত্যুবরণের পর তার স্ত্রী তাহমিনা আকতার এবং তার মেয়ে বদরুন্নাহার স্মৃতি বাড়িতে বসবাস করতেন। অভিযোগ উঠেছে যে, ৯নং রানাগাছা ইউনিয়নের, নান্দিনা পুরাতন পাড়া গ্রামের কিছু সন্ত্রাসী বাহিনী তাহমিনা আকতারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর রবিবার সন্ধ্যায় তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেন সন্ত্রাসী বাহিনী।
তাহমিনা আকতার বলেন, “আমি রনরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত আছি এবং আমার মেয়েকে নিয়ে আমি বাড়িতে একাই থাকি। বেশ কয়েক দিন যাবৎ ৯নং রানাগাছা ইউনিয়নের,নান্দিনা পুরাতন পাড়া গ্রামের,
কিছু বখাটে ছেলেরা আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ার কারণে (২৩) মার্চ রবিবার সন্ধ্যায় মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মাহবুব, তারেক, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ হাসান, আঙ্গুর, মোহাম্মদ মুরাদ সহ আরও অজ্ঞাত ২০/২৫ জন লোক আমার বাড়িতে হামলা করে এবং ভাঙচুর চালায়। তারা আমার সঙ্গে অশালীন আচরণ করে এবং বাড়ির অনেক জিনিসপত্র ভাংচুর এবং লুটপাট করে নিয়ে যায়।
তাহমিনা আকতার অভিযোগে আরও বলেন,পরে আমি ৯৯৯ নাম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে।
তিনি এই ঘটনার পর জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন,
অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনার জন্য আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”
إرسال تعليق