দুর্গাপুরে পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ
রকিবুল হাসান রকি, পুঠিয়া
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে এমপি মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুলের পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪ টা হতে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত পথচারীদের মাঝে ওই ইফতার বিতরণী করা হয়।
দেখা যায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল উপজেলার দুর্গাপুর সদর বাজারে সাধারণ মানুষ ও নিম্ন আয়ের মানুষের মাঝে উন্নত মানের খাবার ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় সাধারণ মানুষের সাথে কোলাকুলি করেন আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। দুর্গাপুরের সিংগা এলাকার সালাপিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন তিনি। সেখানে ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
إرسال تعليق