সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার




মোঃরাজু মিয়া সোহাগ 

রংপুর বিভাগীয় ব্যুরোঃ




রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহম্মেদ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টায় অভিযান চালিয়ে গঙ্গাচড়া মহিলা কলেজের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।


জানা যায়, বুলবুল আহম্মেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


ওসি আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় বুলবুলকে আটক করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন পরে জানানো হবে।

Post a Comment

أحدث أقدم