রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পূর্বাচল (PTV) টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্বাচল ৩নং সেক্টর ছমু মার্কেট এলাকার সংবাদিক কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
পূর্বাচল টিভির প্রতিষ্ঠাতা ও বাংলা ট্রিবিউনের রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজের সভাপতিত্বে নয়া শতাব্দীর মাল্টিমিডিয়া প্রতিনিধি হাফিজুর রহমান সাজিদের সঞ্চালনায়,
এসময় উপস্থিত ছিলেন, মোহনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, দৈনিক কালেরকন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ, দৈনিক সংগ্রামের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, দৈনিক দেশ রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানী, দৈনিক সকালের সময়ের রূপগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান,
দৈনিক বাংলাদেশের খবরের রূপগঞ্জ প্রতিনিধি এন বি আকাশ,দৈনিক ডেসটিনির রূপগঞ্জ প্রতিনিধি নুরে আলম,দৈনিক আলোকিত সকালের সোহেল কবির,চ্যানেল এস টিভির এনামুল হক,জাগরণী টিভির প্রতিনিধি শাওন গাজী,নারায়ণগঞ্জের আলো রূপগঞ্জ প্রতিনিধি হৃদয় দাসসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ ও গুনিজনের উপস্থিত ছিলেন।
إرسال تعليق