বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা বন্ধের দাবীতে মানববন্ধন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ বৈশাখী মেলা বন্ধের দাবীতে এক মানববন্ধন করেন।মানববন্ধন টি আজ রোববার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও একটি চক্র গত বছরের ন্যায় এ বছর ও বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করেন। এখানে বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাফিজিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থান থাকায় এলাকার সচেতন নাগরিক ও ছাত্র সমাজ এ মেলা বন্ধের দাবী করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটবে ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বিদ্যালয় মাঠে এ মেলা হতে দেওয়া যাবে না।গত বছর ও বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার মানুষের মাঝে গন্ডগোল ও সংঘর্ষ হয়েছে পরবর্তীতে পুলিশ প্রশাসন তা নিয়ন্ত্রণ করেছে যার ক্ষোভ এখনো তাদের মাঝে বিরাজমান রয়েছে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মেলা বন্ধের জন্য আয়োজক কমিটি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেছি।মেলা বন্ধের জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
إرسال تعليق