সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বদলগাছীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 


মোঃ সারোয়ার হোসেন অপু 

জেলা প্রতিনিধি,নওগাঁ। 


বদলগাছীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 


জানা যায়, আজ ৫ (এপ্রিল) শনিবার সকাল ১১ টায় জেলার বদলগাছী উপজেলার সদর ইউপির চাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে মাদক ও  বাল্য বিবাহ নিরোধ করার লক্ষে ওপেন ডে হাউস অনুষ্ঠিত হয়েছে। 

বদলগাছী থানা কর্তৃক আয়োজিত  অনুষ্ঠানে   এসএম এনামুল হক   (চমচম) এর সঞ্চালনায় ও  বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায় বেলার নওগাঁ জেলা ব্যুরো প্রধান প্রবীণ ও সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এম সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বালুভরা ইউপির চেয়ারম্যান আল এমরান,  আলহাজ্ব আবুল হোসেন সরদার চাংলা।


অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন বদলগাছী থানার  এসআই আবদুল আলিম ,বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আইটিভি নিউজ বাংলা নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রেসক্লাব বদলগাছীর সদস্য দৈনিক জবাবদিহির বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর কবির, 

উপজেলা যুবদলের ১ নং যৃগ্ম আহবায়ক মুন্না সহ প্রমুখ।

বক্তব্যরা বলেন, মাদক ও বাল্যবিবাহ সর্বত্র ছড়িয়ে পড়েছে। এটি সামাজিক অক্ষয়। এর থেকে নিস্তার পেতে হলে আমাদের নিজের সচেতন হতে হবে এবং নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের নিজেদের ছেলে মেয়ে কোথায় যায় কি করে সেদিকে নজর রাখতে হবে। তবেই ভয়াবহ মাদকের থাবা থেকে বাঁচা সম্ভব। পক্ষান্তরে বাল্যবিবাহের জন্য জনসচেতনতা বৃদ্ধি করলেই এটিও নির্মূল করা করা সম্ভব। 

বিশেষ অতিথি ও বালুভরা ইউপির চেয়ারম্যান আল এমরান বলেন, আপনারা প্রতিটি গ্রামে মাদক নির্মূল কমিটি গঠন করুন প্রশাসনকে সহয়তা করুন।

প্রধান অতিথি ও বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)  এম,সাইফুল ইসলাম বলেন, পুলিশের একার পক্ষে মাদক ও বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব নয়।আপনারা সকলে আপনাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে মাদক বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব নয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মাদক কারবারিদের ধরে থানায় ফোন দিন। পুলিশ অবশ্যই আপনাদের সহযোগিতা করবে।


অনুষ্ঠানের সভাপতি ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি  দৈনিক যায়যায় বেলার নওগাঁ জেলা ব্যুরো প্রধান প্রবীণ ও সিনিয়র সাংবাদিক  মোঃ ফেরদৌস হোসেন তার সমাপনী বক্তব্যকালে কয়েকটি মাদক স্পষ্টের নাম উল্লেখ করে বলেন আমরা সবই জানি উপজেলা পর্যায়ে মিটিং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো আছে। তারা কাজ করছে।এর পাশাপাশি আপনারা সহযোগিতা করলে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব। পরিশেষে তিনি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

Post a Comment

أحدث أقدم