সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জীবননগর-কালীগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ৩


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ড মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা, ছয় আরোহীর মধ্যে একজনই সুস্থ


চুয়াডাঙ্গার জীবননগর-কালীগঞ্জ মহাসড়কে ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ড মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকালে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন আরও তিনজন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে মোট ৬ জন আরোহী ছিলেন। কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদলের ছেলে রাজা এবং মংলার ছেলে বিধান।


দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি আলামপুর গ্রামে এবং বাকি তিনজন কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধুমাত্র একজন সুস্থ রয়েছেন, যার বাড়ি আলামপুর গ্রামে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

Post a Comment

أحدث أقدم