সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



আহত ঈগলকে বাঁচাতে চার কিলোমিটার হেঁটে ছুটলেন দুই কিশোর


মোঃ সারোয়ার হোসেন অপু, 

নওগাঁ জেলা প্রতিনিধি :


পড়ন্ত বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার শালুককুড়ি মাঠে ধানক্ষেত দেখতে গিয়েছিল দুই কিশোর—মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। হঠাৎই তারা দেখতে পায় একটি বড় ঈগল পাখি ধানক্ষেতে পড়ে আছে। মানুষ দেখে আতঙ্কিত হয়ে চোখ রাঙাতে থাকে পাখিটি। প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সাহস সঞ্চয় করে কাছে যায় তারা।


পাখিটির অবস্থা তখন খুবই খারাপ—দুই ডানায় রক্ত, গভীর ক্ষত। ব্যথায় কাতরাচ্ছিল ঈগলটি। দুজনে মিলে পাখিটিকে ধানক্ষেত থেকে তুলে জমির আইলে নিয়ে আসে। এরপর সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার জন্য তারা ঈগলটিকে নিয়ে ছুটে যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে, যা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে।


উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, ঈগলটির দুই ডানায় গুলি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।


একটি অসহায় পাখিকে রক্ষা করতে দুই কিশোরের এমন সাহসিকতা ও ভালোবাসা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

সাব্বির ও রব্বানীর বাড়ি বদলগাছী উপজেলার খাদাইল ব্রাহ্মণপুকুর গ্রামে। তাদের এই মানবিক উদ্যোগ যেন আরও অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Post a Comment

أحدث أقدم