সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে রক্তাক্ত সড়ক, শোকে স্তব্ধ স্থানীয়রা



চুয়াডাঙ্গার জীবননগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের, আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেলে জীবননগর শাপলাকলি স্কুলের সামনে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।


নিহত কিশোর নাহিদ হোসেন (১৬), জীবননগর উপজেলার রায়পুর গ্রামের লিটন হোসেনের ছেলে। আহতরা হলেন মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের ভ্যানচালক খোকন খা, জীবননগরের পেয়ারাতলা গ্রামের সুমি খাতুন এবং নিহত নাহিদের বন্ধু রাকিব হোসেন।


কীভাবে ঘটল দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জীবননগর শহর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল দত্তনগর থেকে আসা একটি পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী নাহিদ সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার বন্ধু রাকিবসহ পাখিভ্যানের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।


আহতদের অবস্থা আশঙ্কাজনক

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


সড়কে শোকের ছায়া

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাহিদের পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।


পুলিশের বক্তব্য

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এই মর্মান্তিক দুর্ঘটনা সবার মনে আবারও সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতির কারণে সড়কে প্রতিনিয়ত প্রাণ ঝরছে, যা ঠেকাতে প্রয়োজন আরও কঠোর নিয়ন্ত্রণ ও জনসচেতনতা।

Post a Comment

أحدث أقدم