"মন্ট্রিমস/মন্ডল গ্রুপে শ্রমিকের আত্মহত্যা"
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি।
১৮/০৪/২০২৫ ইং।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন এর দোকানপাড় সংলগ্ন মন্টিমস/ মন্ডল গ্রুপে মো: ইদ্রিস আলী নামে এক শ্রমিক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে।।। ওনার ফেইসবুক স্ট্যাটাস ছিলো এরকম....আমি এই কোম্পানিতে ০১ বছর যাবত চাকরি করছি।কিছু লোক ০৩ মাস বা ০৬ মাস চাকরি করার পর তাদেরকে পার্মানেন্ট করে কিন্তু আমাকে করে না।আমরা মেশিনের লোক।আমি একদিন ০৬ টার সময় গিয়েছিলাম। তার জন্য ওরা আমার বিচার করে,আমি কি অপরাধ করছি।।এদের জন্য আমি আমার জীবন শেষ করে দিবো।আর এর জন্য দায়ি থাকবে আমার প্লানিং ম্যানাজার হারুন ও প্লানিং কামরুল।।।ওরা মানুষকে মানুষ মনে করে না।ওরা মনে করে ওরা সোনার তৈরি আর আমরা মাটির তৈরি। আমি সুইসাইড করবো।এদের নিয়মে আমি অনেক কষ্ট পাইছি।এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর।আপনারা এর বিচার করবেন।এই পৃথিবীর মো.ইদ্রিস আলী।।
إرسال تعليق