দেওয়ানগঞ্জে ভেলামারি বাজারে উঠান বৈঠক.
(মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি)
জামালপুরে দেওয়ানগঞ্জে ভেলামারি বাজারে ও শরিফ মিয়ার বাড়িতে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান এবং তার সঙ্গীয় টিম. উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা সাবেক অদ্ধ মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার.আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কারিমুল ইসলাম. ওসি নাজমুল হাসান উঠান বৈঠক বলেন রাতে আঁধারে কিছু বকাটে পুলাপান মদ গাঁজা খেয়ে রাস্তা ঘাটে এবং বাড়িতে ডুকে চুরি ডাকাতি করে এবং তাদেরকে কেউ দেখলে আমাদের গোপন সংবাদে জানিয়ে দিবেন.
আপনার এবং আপনাদের এলাকার কোনো ছেলে যুদি মাদকদ্রব্য নেশা সাথে জরিত থাকে তাহলে আপনারা তাদের কে শাসন করবেন আপনাদের শাসনে যুদি না কাজ হয় সে ক্ষেত্রে আপনারা তাদের আমাদের হাতে তুলে দিবেন. আমরা কোনো অন্যায় কাজ করতে দিবোনা এবং অন্যায় কাজ কে প্রশ্রয় ও দিবোনা. ভেলামারি বাজারে ৮ নং ওয়াডের বিএনপি যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বলেন.ভেলামারি এলাকা এবং বাজারে নদীর বিলে ধারে কিছু স্থানীয় বহিরাগত লোক মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়াই আমরা কিছু বলতে গেলেই আমাদের উপর বলে আপনারা কে আপনারা কি আইনে লোক আপনারা বলার কে তার জন্য আজকে পর থেকে আমরা সবাই মিলে এক সাথে একত্ব বদ্ধ হয়ে কাজ করবো প্রশাসন কে গোপন ভাবে তথ্য দিয়ে আমরা আমাদের এলাকায় মদ গাঁজা কারবারি কে ধরিয়ে দিবো. সাবেক মেম্বার ইব্রাহিম খলিল প্রশাসন কে বলেন আমরা কোনো অন্যায় কাজ করতে দেখলে সবাইমিলে একসাথে উঠে দাড়াবো এবং অন্যায় কাজ কে প্রতিরোধ করবো।
إرسال تعليق