দিনাজপুরে ফুলবাড়ী, বিরামপুর মহাসড়ক জুড়ে তদন্তে নেমেছে দুদক
দিনাজপুর প্রতিনিধি
মো. মোরসালিন ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ীর টু বিরামপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্তে মাঠে নেমেছে দুর্ণীতি দমন কমিশন ( দুদক)।
রোববার ( ১৩ এপ্রিল) দুপুর ২ টার সময় মহাসড়ক পরিদর্শনে আসেন দিনাজপুর দুদকের একটি চৌকস টিম।।
ফুলবাড়ী টু বিরামপুর থেকে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনসহ তদন্তে করেন দুদকের দলটি সড়কে সমস্যা ও মাপজোগ করেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন দিনাজপুর দুদকের উপপরিচালক মো. আতাউর রহমান, সহকারী পরিচালক ইসমাইল, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলীসহ অনেকে।
তদন্ত করার সময় দিনাজপুর দুদকের উপপরিচালক মো. আতাউর রহমান বলেন, দিনাজপুরে ফুলবাড়ী টু বিরামপুর আঞ্চলিক মহাসড়কটি নির্মানে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে করার অভিযোগে পাওয়া গেছে। কমিশনার থেকে আমাদের অভিযান পরিচালনা জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দিনাজপুরে জেলায় থেকে অভিযান পরিচালনা করছি। দিনাজপুর থেকে ফুলবাড়ী ও বিরামপুর পর্যন্ত রাস্তার খারাপ অবস্থা সেগুলো তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশনে রিপোর্ট পাঠাবো। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবো।
إرسال تعليق