বদলগাছীতে পুকুর খননের নামে রাতের আঁধারে মাটি বিক্রি, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ
মোঃ সারোয়ার হোসেন অপু
,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় একাধিক স্থানে পুকুর সংস্কারের নামে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী সদর ইউনিয়নের কামারবাড়ী মৌজার মাটি ট্রাকে করে সরবরাহ করা হচ্ছে দেলোয়ার হোসেনের ইটভাটায়। মাটি ব্যবসায়ী জাইদুল ইসলাম বলেন, "দিনের বেলা ট্রাক চলাচলে সমস্যা হয়, তাই রাতে মাটি কাটছি।"
এছাড়াও, মথুরাপুর ইউনিয়নের বড়বিলা এলাকায় প্রায় ৩০ বিঘা জমির মাটি কাটছেন সুইট নামে এক ব্যক্তি। বালুঘরা ইউনিয়নের কোমারপুর মৌজায় মাসুদ নামে এক ব্যক্তি রাতের আঁধারে মাটি বিক্রি করছেন, এবং চানপুর মৌজায় বিএনপি নেতা বেনজির হোসেন প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাটি সরাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন জেনেও না জানার ভান করছে। তারা বলেন, যদি দিনের বেলায় ব্যবস্থা নেওয়া হয়, তবে রাতের মাটি কাটার ব্যাপারে কেন কোনো পদক্ষেপ নেই? প্রশাসনের এমন নিরবতা দুর্বৃত্তদের আরও উৎসাহিত করছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং জমির ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায়, তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের সাথে কথা বললে তিনি জানান, "রাতের বেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব নয়, প্রকাশ্যে দিবালোকে অভিযান চালানো নিয়ম।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, "দিনের বেলা মাটি কাটার অপরাধে কয়েক জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। রাতের বেলা অভিযান পরিচালনা সম্ভব নয়। তবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমন বক্তব্যে হতবাক স্থানীয়রা বলছেন, রাতেই যখন অবৈধ কাজ চলছে, তখন দিনে অভিযান চালিয়ে কীভাবে তা বন্ধ করা সম্ভব? প্রশাসনের এমন নির্লিপ্ততা ও দায়সারা আচরণে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
তারা আরও জানান, বারবার অভিযোগ করেও কোনো ফল না পাওয়ায় তারা এখন গণমাধ্যম ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান।
إرسال تعليق