নেত্রকোনা কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ে জুয়া : মোবাইল কোর্টে জরিমানা
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ে জুয়া বা বাজি ধরার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১টা ১৫ মিনিটে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাশিআটি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয় ।
জানা যায়, গোপনসূত্রে ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়া খেলার খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বলাইশিমুল ইউনিয়নের বাশিহাটি গ্রামে উপস্থিত হয়ে একটি গরু আটক করেন । পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মো. খাইরুল ইসলাম (৪০) নামক ব্যক্তিকে ৩ হাজর টাকা জরিমানা করা হয় ।
স্থানীয়দের অনেকে বলেন, এক সময় ষাঁড়ের লড়াই ঐতিহ্যগতভাবে উপজেলার বিভিন্ন স্থানে কেবল বিনোদনের জন্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলেও বর্তমানে জুয়া খেলার আয়োজন করা হয় । তাছাড়া এ সব জুয়া খেলার আড়ালে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্পৃক্ততাও রয়েছে । যা কারোরই কাম্য নয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, সামাজিকভাবে বয়কটযোগ্য ও আইন বিরোধী কোন কাজ কারোর জন্যে কল্যাণ বয়ে আনে না । আজ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মো.খাইরুল ইসলাম (৪০) নামক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তিনি আরো বলেন, জুয়া নিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
إرسال تعليق